ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শরুতে মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
সূচকের সঙ্গে বেশ ইতিবাচক ধারায় রয়েছে লেনদেনের পরিমাণও।
এদিন লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে যায়। অবশ্য এরপরই নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট।
এক পর্যায়ে বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে যায়। অবশ্য এরপরই আবার উর্ধ্বমুখী হয় সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।
এ প্রতিবেদল লেখা পর্যন্ত দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করেছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৪ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৩৮টি ও অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কো¤পানির তালিকায় আছে- লাফার্জ সুরমা সিমেন্ট, কেপিসিএল, রেনেটা, এসপিসিএল, শাশা ডেনিম, এসিআই, অলেম্পিক এক্সসরিজ, বেক্সিমকো ফার্মা, জিপি ও ডেসকো।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টি, কমেছে ৭৫টি ও অপরিবর্তিত রয়েছে ২৫টি।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএসএস/এনএস/