ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এমটিবি ইউনিট ফান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এমটিবি ইউনিট ফান্ড

ঢাকা: বিনিয়োগকারীদের জন্য ২০১৪-১৫ অর্থবছরে সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি।
 
শনিবার (০৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
 
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। উদ্যোক্তা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। আর বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যে সকল ইউনিট হোল্ডারদের নাম তালিকাভুক্ত, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।