ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আবার কমলো সূচক-লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আবার কমলো সূচক-লেনদেন

ঢাকা: এক দিনের ব্যবধানে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট)  প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন আবারও কমেছে।
 
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ১২ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৫৫ লাখ টাকা কম।

লেনদেন হওয়া ১০৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত আছে ৩৯টির দাম।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ১৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ‍টাকা। যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি টাকা কম। লেনদেন হওয়ার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ৯০টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত আছে ৪৬টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টি ৫০ মিনিটে বাড়ে ১৩ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১৬ পয়েন্ট।

সূচকের টানা উর্ধ্বমুখীতার কারণে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ৩২ পয়েন্ট। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে আ্গের দিনের তুলনায় ২৮ পয়েন্ট। দুপুর ১২ টায় বাড়ে ১৬ পয়েন্ট। দুপুর ১টায় বাড়ে ৭ পয়েন্ট।

এরপরই নিম্নমুখী হতে থাকে সূচক। দুপুর ২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ১৩ পয়েন্ট এবং দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, ফ্যামেলি টেক্স, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টিল, বিএসআরএম, এসপিসিএল, অ্যাপোলো ইস্পাত লাফার্জ সুরমা,  বেঙ্গল উইন্সডোর ও ফার কেমিক্যাল।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।