ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার(১৯ আগস্ট’২০১৫) লুজারের শীর্ষ ১০ তালিকায় উঠে এসেছে বীমা খাতের ৪টি প্রতিষ্ঠান। তবে লুজার শীর্ষে অবস্থান করছে ইস্টার্ণ লুব্রিকেন্টস।
ডিএসইর তথ্য অনুযায়ী, লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে। সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ২০ পয়সা দরে। ৭৮ বারে ফান্ডের ২৮ হাজার ১৭৩ শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা পেট, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং গ্লাসকো স্মিথক্লাইন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এনএস/