ঢাকা: সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনিবার্য কারণে আইপিও প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, সোমবার(২৪ আগস্ট’২০১৫) থেকে কোম্পানিটির আবেদন গ্রহণ শুরুর কথা ছিল। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য আবেদন জমা দেয়ার সময় ছিল ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।
১০ টাকা অধিমূল্যসহ (প্রিমিয়াম) কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য হবে ২০ টাকা সংগ্রহের কথা ছিল। পুঁজিবাজারে মোট ৩ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি ৬০ কোটি টাকা সংগ্রহ করার কথা ছিল। শেয়ার ছাড়ার ব্যবস্থাপনায় রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।
বিএসইসির ৫৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এনএস/