ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রথম ঘণ্টার লেনদেনে উভয় বাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখিতা বিরাজ করছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক ঘণ্টায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৭ পয়েন্ট।


 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টায় লেনদেনে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১৭ পয়েন্ট।

এদিন বরাবরের মতো লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা দেয়। লেনদেনর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।

এরপর বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১৬ পয়েন্ট।

বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ১৭ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৮ পয়েন্ট। সাড়ে ১১টায় বাড়ে ৭ পয়েন্ট এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩১ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত আছে ৬৯টি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দম কোম্পানির তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, খান ব্রাদার পিপি, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, এনবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউসিবিএল, এসপিসিএল, ফার কেমিক্যাল ও অ্যাপেক্স ফুডস।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকা।

লেনদেন হওয়া ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত আছে ২৮টির দাম।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।