ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে গড় লেনদেন ৪৩৫ কোটি টাকা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ডিএসইতে গড় লেনদেন ৪৩৫ কোটি টাকা

ঢাকা: পুঁজিবাজারে গত সপ্তাহে (২৩-২৭ আগস্ট’২০১৫) লেনদেনের পরিমাণ কমেছে। আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড়ে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও গত সপ্তাহে  তা নেমে এসেছে ৪০০ কোটি টাকার ঘরে।

সপ্তাহ শেষে গড় লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৩৯ লাখ টাকা।

আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৯২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২২ দশমিক ৭৯ শতাংশ।

লেনদেনের পাশাপাশি মূল্য সূচকও কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৪১ পয়েন্ট। সপ্তাহশেষে তা কমে ৪ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে । মোট সূচক কমেছে ২৭ দশমিক ৩৪ পয়েন্ট। আগের সপ্তাহে সূচক বেড়েছিল ৩১  দশমিক ২৯ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮১৯ কোটি টাকা। এর মধ্যে 'এ' ক্যাটাগরির কোম্পানির লেনদেন ৯৪ দশমিক ৩ শতাংশ, 'বি' ক্যাটাগরি ২ দশমিক ১৬ শতাংশ, 'এন' ক্যাটাগরি ২ দশমিক ৭৩ শতাংশ ও 'জেড' ক্যাটাগরির কোম্পানিগুলোর দশমিক ৮১ শতাংশ লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮০টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দর।

ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৩১৯ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯৯০ কোটি টাকায়।

লেনদেন শীর্ষে স্কয়ার ফার্মা
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানির ১০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে । দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৯৩ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের সপ্তাহজুড়ে ৭২ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এপেক্স ট্যানারি, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, আলহাজ টেক্সটাইল ও বারাকা পাওয়ার।

লুজার শীর্ষে নর্দান জুট
সমাপ্ত সপ্তাহে লুজারের শীর্ষ তালিকায় উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কে অ্যান্ড কিউ, অ্যাপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।