ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ ৫% এবং ১০ % স্টক লভ্যাংশ।
গত ২৭ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যা আগামী ২৮ অক্টোবর’২০১৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভায়(এজিএম) অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় সায়হাম কটন মিলস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৯১ টাকা।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এনএস