ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নগদ ও শেয়ার লভ্যাংশ অনুমোদন স্কয়ার ফার্মার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নগদ ও শেয়ার লভ্যাংশ অনুমোদন স্কয়ার ফার্মার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাওয়া কনভেনশন হলে প্রতিষ্ঠানটির ৪৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।



স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির রেজা উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

সভা শেষে চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য সম্মানিত সব শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।