ঢাকা: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
প্রথম ২ ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১১ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ২ ঘণ্টায় মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১৩ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০ কোটি টাকার কিছু বেশি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে বাড়ে ৪ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ১৩ পয়েন্ট। ১০টা ৫৬ মিনিটে বাড়ে ১৭ পয়েন্ট।
এরপর মূল্য সূচক কিছুটা নিম্নমুখী হয়। বেলা ১১টা ৭ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে যায়। তবে ৫ মিনিটের ব্যবধানে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় সামান্য কমে ১ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় অল্প একটু কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৬ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ১৪৩টির কোম্পানির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৯৮টি এবং অপরিবর্তীত আছে ৪৯টি।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, সাপোর্ট, ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, এসপিসিএল, বিএসআরএম, বিএসআরএম স্টিল, পাওয়ার গ্রিড ও জিপি।
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি টাকার কিছু বেশি।
লেনদেন হওয়া ৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৬১টি এবং অপরিবর্তীত আছে ৩৭টি।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএসএস/এসএইচ