ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইজিএম’র তারিখ ঘোষণা করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ইজিএম’র তারিখ ঘোষণা করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

ঢাকা: বর্ধিত সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের প্রতিষ্ঠান সুহৃদ ইন্ডাস্ট্রিজ। অনুমোদিত মূলধন বাড়াতে শেযারহোল্ডারদের অনুমোদনের জন্য এ ইজিএম ডেকেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।



আগামী ২২ অক্টোবর ইজিএম অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা যায়, কোম্পানির অনুমোদিত মূলধন দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা করা হবে। এ জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন। ওইদিন সকাল সোয়া ১০টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে ইজিএম অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।