ঢাকা: শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কোনো কারণ জানা নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান কেঅ্যান্ডকিউ।
এ বিষয়ে ডিএসই জানায়, কোম্পানিটির শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কারণ জানতে চেয়ে কর্র্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই।
গত ২০ সেপ্টেম্বর কেঅ্যান্ডকিউ’র শেয়ারের দর ছিল ১৫.৪০ টাকা। এরপর ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দেড় টাকার বেশি বৃদ্ধি পেয়ে ১৭ টাকায় লেনদেন হয়।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জেডএস