ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পঞ্চম দিনে গড়ালো দর পতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
পঞ্চম দিনে গড়ালো দর পতন

ঢাকা: টানা পঞ্চম দিনের মতো দর পতন ঘটেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

সোমবার (০৯ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।



ডিএসইতে ডিএসইএক্স সূচকের পাশাপাশি পতন ঘটেছে অন্য সূচকগুলোরও। এর মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় কমেছে ৯ পয়েন্ট। আর ডিএসই শরীয়হ্ সূচক কমেছে ৩ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন ঘটেছে। সিএসইক্স সূচক কমছে ৫৮ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই কমেছে ৯৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট ও সিএসআই ১ পয়েন্ট কমেছে।

দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠান এদিন দর হারিয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে।

অপরদিকে দাম বেড়েছে ৭৯টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৯টির। এ বাজারটিতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৩ লাখ টাকা।

আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ টাকা। এ বাজারটিতে লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে।

অপরদিকে দাম বেড়েছে ৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টি।

এদিন ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে-তিতাস গ্যাস, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস, কাশেম ড্রাইসেল, সাইফ পাওয়ার, এসপিসিএল ও বিএসআরএম।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।