ঢাকা: শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের (ডিএসই) দেওয়া চিঠির উত্তরে কোনো কারণ জানাতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিস।
গত ২২ নভেম্বর আইপিডিসি কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে কারণ জানতে চায় ডিএসই।
গত ৫ নভেম্বর এ কোম্পানির শেয়ারের মূল্য ছিল ২১ টাকা। এরপর এগারো কার্যদিবসে কোম্পানির শেয়ারের মূল্য ৯টা বেড়ে ৩০ টাকায় দাঁড়ায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ রিপোর্ট লেখার সময় আইপিডিসি’র শেয়ারের লেনদেন হয় ২৯.৩ টাকা থেকে ৩০.৪০ টাকার মধ্যে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
জেডএস/