ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ার শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন ঘটেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৪৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ১০৫ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০১ কোটি ১২ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। এর বিপরীতে দাম বেড়েছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ৪১টি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের শেয়ার। মোট লেনদেনের ২৯ দশমিক ২৮ শতাংশই ছিল এ খাতের দখলে। লেনদেনে ১৩ দশমিক ৩২ শতাংশ অবদান রেখে দ্বিতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত।
এছাড়া মোট লেনদেনে জ্বালানি খাতের অবদান ১০ দশমিক ১৮ শতাংশ, বস্ত্র খাতের অবদান ৭ দশমিক ৬৭ শতাংশ, ব্যাংক খাতের অবদান ৬ দশমিক ৭৬ শতাংশ। বাকি সবকটি খাতের অবদান ৫ শতাংশের নিচে।
এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ৩ পয়েন্ট।
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট পড়ে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক কমে ১২ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ১ পয়েন্ট।
সূচকের এ টানা নিম্নমুখীতায় বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ৩৫ মিনিটে কমে ২৪ পয়েন্ট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পতন প্রবণতা বাড়তে থাকে। দুপুর ১২টায় ডিএসএক্স সূচক কমে ২৩ পয়েন্ট। দুপুর ১টায় ৪৭ পয়েন্ট ও ২টায় ৪৯ পয়েন্ট কমে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কাশেম ড্রাইসেল, বিএসআরএম স্টিল, আফতাব অটোমোবাইল, সাইফ পাওয়ার, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, কেডিএস, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
অপর বাজার সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৬ কোটি ৭৩ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ৩১টি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএসএস/জেডএস