ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিতাস গ্যাসের মুনাফা বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
তিতাস গ্যাসের মুনাফা বেড়েছে

ঢাকা: তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড ২০১৪-১৫ অর্থ বছরে করপূর্ব মুনাফা করেছে ১ হাজার ২১০ কোটি ১৩ লাখ টাকা। এছাড়া শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী।

তিতাস গ্যাস কোম্পানি ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৪১৬ দশমিক ৮৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ৮ হাজার ১৬০ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। যা বিগত অর্থবছরের তুলনায় ৪ দশমিক ৯৮ শতাংশ বেশি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি করোত্তর নিট মুনাফা করেছে ৮৮৮ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে ৬৫৭ কোটি ২৬ লাখ টাকা প্রদান করেছে কোম্পানিটি। যা গত অর্থবছরে ছিল ৬১৫ কোটি ৪১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআই/আরআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।