ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৮০ কোটি টাকার লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে ৮০ কোটি টাকার লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস সোমবার (২৮ ডিসেম্বর) লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
 
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়েছে।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৮ পয়েন্ট।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৮টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ৬৩টি।
 
এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ৮ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ৮ পয়েন্ট।

সূচকের এ ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকায় বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৭ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের অবস্থানে অর্থাৎ ১ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ্ সূচকও আগের দিনের অবস্থানে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসিআই, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো, এমারেল্ড অয়েল, এসিআই ফর্মুলেশ, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ডেল্টা লাইফ ও তিতাস গ্যাস।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন হওয়া ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ১৯টি।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।