ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ৫শ’ ৭৩ কোটি টাকার কিছু বেশি। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার বেশি।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বাড়ে। এরপর বেলা ১১টার দিকে সূচক ১৩ পয়েন্টের মতো বেড়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই সূচক কমতে থাকে। বেলা সোয়া ১১টায় সূচক ২ পয়েন্ট কমে যায়।
ডিএসইতে দিনভর সূচক ওঠানামা করলেও লেনদেনের শেষ মুর্হূতে এসে সূচক ১ পয়েন্ট বাড়ে।
এ বাজারে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি।
সূচকের একই প্রবণতা দেখা যায় সিএসইতে। তবে দিনশেষে সিএসসিএক্স সূচক বেড়েছে ২৩ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিতে রয়েছে ২৫টি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জেডএস