ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম এক ঘণ্টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বর্তমানে মিশ্র ধারায় চলছে লেনদেন।



ডিএসই’তে প্রথম ঘণ্টায় মূলসূচক আট পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯৩ পয়েন্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির। প্রথম ঘণ্টায় ১০৮ কোটি তিন লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত দিনের থেকে ৩৩৭ কোটি চার লাখ টাকা কম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৯ পয়েন্টে। এর মধ্যে লেনদেন হয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। যার মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
 
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এফবি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।