ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।



সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি টাকার কিছু বেশি। যা আগের কার্যদিবসের তুলনায় ২৮ কোটি টাকা বেশি। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি শেয়ারের।

লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ১২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ৭৭৩ পয়েন্টে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- তাল্লু স্পিনিং, সিনো বাংলা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বারাকা পাওয়ার লিমিটেড, আমান ফিড লিমিটেড, জিপিএইচ ইস্পাত ও জেমিনি সি ফুড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬০ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।