ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের (২৮ ফেব্রুয়ারি) লেনদেন শুরু হয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২ পয়েন্ট।
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১০৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকার। লেনদেন হওয়া ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/এএ