ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মাসের প্রথম কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
মাসের প্রথম কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা

ঢাকা: সপ্তাহের তৃতীয় ও মার্চের প্রথম কার্যদিবস মঙ্গলবার (১ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ১১ পয়েন্ট।

আর সিএসসিএক্স সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৯১ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকার। লেনদেন হওয়া ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে  দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এফবি/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।