ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।



বৃহস্পতিবার (৩ মার্চ) দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ২৪২ কোটি টাকা কম। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ারের।

লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১৮ পয়েন্টে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এসএলইএম ফান্ড, আইটিসি, জিপিএইচআই ইস্পাত, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মারকো, প্রগতি ইন্সুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ইসলামী ফাইনান্স।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।