ঢাকা: শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে সিএমসি কামাল।
গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ।
সিএমসি কামালের শেয়ারের গত এক মাসের মূল্য চিত্রে দেখা যায়, ১৫ ফেব্রুয়ারি এর শেয়ারের মূল্য ছিল ১৬ টাকা। এরপর শেয়ারের মূল্য টানা বৃদ্ধি পেয়ে গত ১ মার্চ তা ২২ টাকায় পৌঁছায়। পরবর্তী দুই কার্যদিবস কিছুটা নিম্নমুখী থাকলেও ৯ মার্চ (বুধবার) তা ২২.৬ টাকায় লেনদেন শেষ হয়।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেডএস