ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: আবারো দরপতনের ধারায় দেশের পুঁজিবাজার। আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবস সূচক বাড়ার পর নতুন সপ্তাহের প্রথম দুদিন আবারও  দরপতন হয়েছে।

আগের দিনের মতো দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার (১৮ এপ্রিল ) দেশের উভয় বাজারে কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় আগের দিনের তুলনায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯২ পয়েন্ট কমে চার হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১হাজার ৬৭২ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১১০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ৩১৬ কোটি টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৮ হাজার ২১৪পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা। লেনদেন হওয়া ২৪৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।