ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ এপ্রিল) লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

এর আগের দিন বুধবার (২০ এপ্রিল) উভয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

তবে তার আগের তিন কার্যদিবস রোববার থেকে মঙ্গলবার (১৮-২০ এপ্রিল) নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচকে মিশ্র প্রবণতা দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।
 
অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৪ পয়েন্ট অবস্থান করছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ৪৩টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকা। লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।