ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৪ মে) সূচকের মিশ্রপ্রবণতায় চলছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন।
এদিন লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমেছে ১৯ পয়েন্ট আর চট্টগ্রামে সূচক কমেছে ৬ পয়েন্ট।
এর আগে টানা সাত কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগের সমন্বয়সীমা পলিসিগতভাবে বাড়ানোর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে ১০টি ব্যাংকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে না। বরং শেয়ার কিনতে পারবে।
মে মাসের প্রথম বুধবার লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক ওঠানামা করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৯৭৪ পয়েন্ট অবস্থান করছে।
বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৩২টি।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত আছে ২০টির।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমএফআই/আইএ