ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বেড়ে সপ্তাহ শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
লেনদেন বেড়ে সপ্তাহ শেষ

ঢাকা: লেনদেন ও বেশির‍ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ জুন) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক সামান্য কমলেও বেড়েছে চট্টগ্রামের বাজারে।

 

এর আগের টানা দুই কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

 

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট ৩১৯টি কোম্পানির ৮ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ২৯৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩৪০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৪৫১ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ১৭ লাখ টাকা বেশি।

তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৮ দশমকি ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।      

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৮২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে  ১১৬টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা দশ কেম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লি., ওরিয়ন ইনফিউশন, বিবিএস, লিন্ডে বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আমান ফিডস ও অলিম্পিক।

দাম বাড়ার শীর্ষে থাকা দশ কেম্পানি হল- ওরিয়ন ইনফিউশন, একমি ল্যাব, অলিম্পিক, প্যারামাউন্ট টেক্সটাইল, জাহিন স্পিনিং, বিবিএস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ, এনভয় টেক্সটাইল ও মোজাফ্ফর হোসেন স্পিনিং।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।