ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (জুলাই ২৫) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের উঠানামা শেষে এদিন ঢাকার বাজারে সূচক সামান্য কমেছে, তবে  বেড়েছে চট্টগ্রামের বাজারে।

আগের দিন রোববার (জুলাই ২৪) পুঁজিবাজারে দরপতন হয়েছে। ওই দিন উভয় বাজারে কমেছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

শেয়ার বিক্রির চাপে সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১টা ৩৬ মিনিট পর্যন্ত। এই সময় সূচক কমে ২১ পয়েন্ট। তবে দিনের শেষ ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট ৩২৭টি সিকিউরিটিজের ৮ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৮১৩টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার ৩৯৫ কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকা। আগের দিন হয়েছিলো ৩৩৮ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৯০৯ টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৮৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৯.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৮.১৩ পয়েন্ট দাঁড়ালেও ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ০.৯৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৯২ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ২৫৩ টাকা।
 
লেনদেন হওয়া ২৫১ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা,জুলাই ২৫, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।