ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ আগস্ট) দেশের উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ালো।

আগের কার্যদিবস সোমবার (০১ আগস্ট) সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছিলো। তবে তার আগের দিন বোরবার (৩১ জুলাই) মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৪টি সিকিউরিটিজের ১০ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৯৭৯টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪৪০ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮.৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫২.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএস-৩০ মূল্যসূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮২.৬৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৩.৫১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৫৭ টাকার।

লেনদেন হওয়া ২৪২ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।