ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ছাড়ালো ৫শ’ কোটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
ডিএসইতে লেনদেন ছাড়ালো ৫শ’ কোটি

ঢাকা: ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা।

 

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিনও পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এর ফলে টানা আট কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত। তবে দিনের বাকি সময় লেনদেন হয়েছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ২, সিএসইতে বেড়েছে ৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির ১৪ কোটি ৬৯ লাখ ৯ হাজার ১৪৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৪০ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকার।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২.১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৬.১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.০৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৩.৮৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৩১ পয়েন্ট কমে ১ হাজার ১১০.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫.৯৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৮.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ১৬৮ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার।  
 
সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।