ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে আসছে ডেল্টা হসপিটাল ও পপুলার ফার্মাসিউটিক্যালস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
পুঁজিবাজারে আসছে ডেল্টা হসপিটাল ও পপুলার ফার্মাসিউটিক্যালস

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে ডেল্টা হসপিটাল লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।  

এ লক্ষ্যে কোম্পানি দু’টি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করতে রোড শো’র তারিখ নির্ধারণ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডেল্টা হসপিটাল পুঁজিবাজারে আসতে আগামী ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলে রোড শো’র আয়োজন করেছে। ডেল্টা হসপিটাল লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. বাকবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৬ অক্টোবর রোড শো করা হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

অপর কোম্পানিটি হলো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আইপিওতে আসতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে কোম্পনিটিও। এ লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর রোড শো’ করা হবে বলে জানিয়েছেন কোম্পানির সিএফও জিয়াউল ইসলাম।

জানা গেছে, রোড শো’তে অংশগ্রহণ করবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানগুলো।

ডেল্টা হসপিটাল লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
 এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।