ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুইদিন দরপতন শেয়ারবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
টানা দুইদিন দরপতন শেয়ারবাজারে

ঢাকা: টানা চার কার্যদিবস সূচকের উত্থানের পর দুই কার্যদিবসে সূচকের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে।

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ অক্টোবর) সূচক, লেনদেন হ্রাসের পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।

পাশাপাশি কমেছে বাজার মূলধনও।
 
সোমবার দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট।

এর আগে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লেও রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতন হয়েছিলো।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১ কোম্পানির ১৫ কোটি ৫৮লাখ ১৩ হাজার ৫২৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৪৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।

তার আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৮৮ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০৯.৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৯.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.২৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৯.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১২১.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০.১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৫৯৭ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৯টির অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমএফআই/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।