ঢাকা: সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হলেও শেষ হয়েছে নিন্মমুখী প্রবণতায়। আগের কার্যদিবসের মতোই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বাজারে ব্যাপক দরপতন হয়েছে।
এ নিয়ে টানা তিন কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হয়েছে। তবে তার আগে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবস সূচক বেড়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৬ পয়েন্ট।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৭ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৮১৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৬০৫ কোটি ৯২ লাখ ৯৬ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯১ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকার।
বৃহস্পতিবার তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১.৯৭ পয়েন্ট কমে চার হাজার ৬৩৬.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৫.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৫১.৪৪ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ৩.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৬.৭৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭৪.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা। এর আগেরদিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৩৬৭ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৪২টির, অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএফআই/জেডএস