ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখি প্রবণতায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ঊর্ধ্বমুখি প্রবণতায় পুঁজিবাজার

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক সামান্য পতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর মতোই দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

দিনশেষে ডিএসইতে সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট।  
 
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৬ কোটি ৩২ লাখ ৭৭ হাজার ২২২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৬৩৩ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬৮ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকা।
 
এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬.৭৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৮৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬২.৮০ পয়েন্টে এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ৫.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৩৭২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৯৪০ টাকার।  
 
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৯৭টির, অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।