ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিবিএ’র নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ডিবিএ’র নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) র্বোড রুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) র্বোড রুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নির্বাচনে ভোট গ্রহণ চলছে।  

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

ডিএসই’ ব্রোকার হাউজের মালিকদের সংগঠন ডিবিএ’র এই নির্বাচনে ১৫ পরিচালকপদে লড়ছেন ১৯জন প্রার্থী। নির্বাচনে মোট ২৪১ জন সদস্য ভোটার রয়েছেন।

নির্বাচন পরিচালনা করবেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। এরা হলেন- হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ,  সদস্য মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন এবং এম অ্যান্ডজেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

এবারের নির্বাচনের মধ্যে ১৩জন নতুন ও বাকি ৬জন পুরাতন প্রার্থী। নির্বাচনে নতুন প্রার্থীরা হলেন- ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদিক, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, পিপলস ইক্যুটিজের কবির আহমেদ, প্রাইলিংক সিকিউরিটিজের মো. জহিরুল ইসলাম, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসাইন, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টকলিমিটেডের খাজা আসিফ আহম্মেদ, শ্যামল ইক্যুটি ম্যানেজমেন্টের মো. সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসাইন, ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী এবং সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টসের দিল আফরোজা কামাল।

পুরাতন প্রার্থীরা হলেন- রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহমেদ রশিদ লালী, মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই নাহারীন, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক, অ্যারিজ সিকিউরিটিজের মাসুদুল হক।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২০,২০১৬
এমএফআই/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।