ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সূচক উত্থানে সপ্তাহ শুরু

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও বাজার মূলধন।

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও বাজার মূলধন।

এর ফলে টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হলো। তার আগের দুই কার্যদিবস টানা দরপতন হয়েছিলো।

বোরবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।  

তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
এদিন ডিএসই সূচক বেড়েছে ২৩ পয়েন্টে, সিএসই সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।
 
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে মোট ১৭ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৩৯২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৫৭৩ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন  হয়েছিলো ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৭৪৭ টাকা। এর আগের দিবস লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৬৫৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১৪০ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৮১টির, অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।