ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পুঁজিবাজারে মূল্য সংশোধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা আট কার্যদিবস সূচক উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার (নভেম্বর ২৭) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা আট কার্যদিবস সূচক উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার (নভেম্বর ২৭) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট।

সিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা এ অবস্থাকে মূল্য সংশোধন বলে মনে করছেন। তারা বলছেন, টানা কয়েকদিন দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
 
রোববার ডিএসইতে মোট ২৩ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৫৮৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬১০ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৬৫৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকা।  
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে ৪০ কোটি ৭৪ লাখ ১ হাজার ৫৫ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৯০ কোটি ৬ হাজার ৪৯২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৬৯ লাখ টাকার।
 
লেনদেন হওয়া ২৪৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১১২টির, অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।