ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা তিন কার্যদিবস সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
টানা তিন কার্যদিবস সূচক বাড়লো

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হলো।

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হলো।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। আর ৪৩ পয়েন্ট বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।  

বুধবার ডিএসইতে মোট ২৭ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার ১৭৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৮৬৪ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৯৫ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩২ লাখ ২ হাজার ৯৪৩ টাকা।  

লেনদেন হওয়া ২৪৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং ২৫টি কোম্পানির শেয়ারের দাম  অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।