ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লো টানা চার কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লো টানা চার কার্যদিবস

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ডিএসইর সূচকের এ অবস্থান দুই বছর এক মাস ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ।  

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট।  

লেনদেন শেষে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।  

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৮ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৯৩৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৯৩৮ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২১০ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮১ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৯৩৯ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৬ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকার কিছু বেশি।

লেনদেন হওয়া ২৬৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টির এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।