ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে নতুন বছরের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সূচকের উত্থানে নতুন বছরের যাত্রা শুরু

নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার (১ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে পার করলো দেশের পুঁজিবাজার। এর ফলে উভয় বাজারে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো।

ঢাকা: নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার (১ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে পার করলো দেশের পুঁজিবাজার। এর ফলে উভয় বাজারে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। ২০১৪ সালের ২ নভেম্বর পর সর্বোচ্চ স্থানে দাঁড়িয়েছে ডিএসইর সূচক।

তথ্য মতে, বোরবার ডিএসইতে ৩৮ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৯৯৩ কোটি ৬৯ লাখ  ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হিয়েছিলো ১ হাজার ৭০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৮২৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ১৯৯ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৯৩৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৬ টাকা।

লেনদেন হওয়া ২৬০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৬০টির, কমেছে ২০৮টির এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।