ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে শেয়ার হাত বদলে রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ডিএসইতে শেয়ার হাত বদলে রেকর্ড

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৭৩টি শেয়ারের হাত বদল হয়েছে। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হাত বদলের রেকর্ড।

আগের দিন মঙ্গলবার (১১ জানুয়ারি) ডিএসইতে ৫১ কোটি ৩১ লাখ ৭ হাজার ৩৪৭টি শেয়ারের হাত বদল হয়েছিলো। নতুন এ রেকর্ডের দিন ডিএসইতে বেড়েছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

পাশাপাশি বেড়েছে বাজার মূলধন।

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে উভয় বাজারে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো। তবে তার আগের দিন অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার টানা ১০ কার্যদিবস সূচক বাড়ার পর মূল্য সংশোধন হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিশেষ উদ্যোগের ফলে বাজারে নতুন ফান্ড আসছে। এ কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৫৭ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৭৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৭টির এবং আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।  

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের 
দিন লেনদেন হয়েছিলো ১০৮ কোটি ৯৩ লাখ ২ হাজার ৬৫৬ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার ২৭১ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৯৬টির এবং৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।