ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনের ধারা অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
মূল্য সংশোধনের ধারা অব্যাহত

ঢাকা: দিনভর সূচকের উঠানামা শেষে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।



এর ফলে টানা তিন কার্যদিবস সূচকের উত্থানের পর টানা দুই কার্যদিবস সূচক পতন হলো।

বাজারের সার্বিক পরিস্থিতিকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, উত্থানের পর দরপতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন টানা উত্থান হয়েছে। এই মুহূর্তে বাজারে মূল্য সংশোধন জরুরি ছিলো। তা না হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৫ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৩৭৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ২৬৯ কোটি ৬০ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩টির এবং আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১০ হাজার ৫৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৭২ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৪৮৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৩ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮১৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১১৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৭৯২ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৬টির এবং ১৮ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।