ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহের প্রথম ‍কার্যদিবসে দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
সপ্তাহের প্রথম ‍কার্যদিবসে দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: সূচক পতনের মধ্যদিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ মার্চ) পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্ট।

ফলে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হলো।

সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন টানা সূচক বাড়ার পর এখন মূল্য সংশোধন হচ্ছে। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। তবে পুঁজিবাজারের মার্চেন্ট ব্যাংকগুলোর সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের অনীহার কারণে দরপতন আরো বেগবান হচ্ছে বলে মনে করেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত নজরদারি কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে। ফলে ২ হাজার কোটি টাকার লেনদেন থেকে ১ হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।

বাজারের স্বার্থে দায়িত্বশীল মহলের অতিরিক্ত নজরদারি কমানো উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২০ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৫২৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৩০ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬১ কোটি ১৯ লাখ টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টি, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ০৭ পয়েন্ট কমে ১০ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ৭৯৭ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৩টি, কমেছে ১৪২টি এবং ২৬ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএফআই/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।