ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অর্থমন্ত্রীর সংস্কারের তাগিদে গতিশীল পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
অর্থমন্ত্রীর সংস্কারের তাগিদে গতিশীল পুঁজিবাজার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-ছবি- ডি এইচ বাদল

ঢাকা: পুঁজিবাজারকে গতিশীল ও স্থিতিশীল রাখতে অসংখ্য সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এ কথা বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন। 

সোমবার (০৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নে পুজিঁবাজারকে একটি শক্তিশালী নিয়ামক হিসেবে দাঁড় করিয়েছেন অর্থমন্ত্রী।

এক্ষেত্রে তিনি বিভিন্ন সংস্কারের তাগিদ দিয়েছেন। এ সহযোগিতার ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। পুঁজিবাজারে ফিরেছে স্থিতিশীলতা ও গতিশীলতা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিততাই পুঁজিবাজার পরিবার থেকে অর্থমন্ত্রীকে স্বাগত জানান খায়রুল।  

এর আগে স্বাগত বক্তব্যে বিএমবিএ’র প্রেসিডেন্ট ছায়েদুর রহমান শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় তিনি মুহিতের জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএসইসি’র কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও স্টেকহোল্ডার, বিএমবিএ’র কর্মকর্তা এবং পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএফআই/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।