ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

ঢাকা: ব্যাংক খাতের শেয়ারের লেনদেনকে কেন্দ্র সূচকের ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। ফলে সূচকের সঙ্গে বাড়ছে লেনদেনও। বাজার  বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে প্রথম কার্যদিবস রোববার বাদে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন কার্যদিবসেই সূচক বেড়েছে। আর এই সূচক বৃদ্ধিতে অবদান  রেখেছে ব্যাংক খাত।

সর্বশেষ মঙ্গলবার ব্যাংক খাতের ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। যা ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৯৩ শতাংশ।

বুধবার (মার্চ ২২) যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬০ শতাংশে। এদিন দাম বেড়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বুধবার ডিএসইতে ৪৩ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ১৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে  ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬৩ কোটি ১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৫ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৭ পয়েন্টে  এবং  শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৬ লাখ ১৮ হাজার ৮২০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ২০৩ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১১১টির এবং ২৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।