ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
দরপতনে সপ্তাহ শুরু

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

রোববার (০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২০ কোটি ০৬ লাখ ২৩ হাজার ৮২৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৪১ কোটি ৬ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিলো ১ হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ ৪২ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১০ হাজার ৬৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।