ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক পতন শেষে সোমবার (০৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০২ পয়েন্ট।

পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও বাজার মূলধন।

এদিন বিদ্যুৎ ও জ্বালানি, বিমা, সিমেন্ট, ওষুধ ও রসায়ন এবং বস্ত্রখাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের উত্থান হয়েছে। তবে তার আগের দিন ব্যাংকের শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ২৩ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৫৭৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৩৮ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪১ কোটি ৬ লাখ ৭২ হাজার টাকা। তার  আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৩২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬১টি, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯২৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টি, কমেছে ৮৬টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।