ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএটিবি’র ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বিএটিবি’র ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
 

বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
 
সভায় ২০১৬ সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনে উত্থাপন করা হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন দেয়।


 
সভায় ২০১৬ সালের জন্য শেয়ার প্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
 
২০১৬ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি ১৩ হাজার ৬৩১ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।
 
কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডাররা ছাড়াও পরিচালক মো. ইফতিখার-উজ-জামান, জালাল আহমেদ, মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, উইলিয়াম পেগেল, মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, ডিরেক্টর মিকাইল শিপার এবং ডিরেক্টর কে এইচ মাসুদ সিদ্দিকী ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, কোম্পানি সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।