ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২, ২০১৭
বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ এপ্রিল) দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন, সূচক বেড়েছে। তার আগে গত সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।

মহান মে দিবস (০১ মে) উপলক্ষে সোমবার লেনদেন বন্ধ থাকার পর মঙ্গলবার সূচক ওঠামানার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ বড় প্রতিষ্ঠনগুলোর মার্কেট সাপোর্টের ফলে দিনের শেষ ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।

 

ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৭৯ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৪ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭০৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৪ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯৮ কোটি টাকা। তারও আগের দিন লেনদনে হয়েছিলো ৬৭৭ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকার।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই৩০ সূচক ১৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৯ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ১৪ লাখ ১২ হাজার ৭৫৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ১১ লাখ ৪ হাজার ১৪০ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৯টি, কমেছে ৯৯টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।